শেষ কবিতা

প্রত্যূষ রায়
5 রেটিং
5081 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

সেদিন ছিল 
কোনো একটা দিন,
যার পরিচয়খানা বেমালুম ভুলে গেছি;
আনকোরা আনমনে -
খেলা করা ইচ্ছেশব্দগুলোকে,
আমি সেদিন অপত্য স্নেহে
হয়তো বা উপহার দিয়েছিলাম;
নির্বাক যন্ত্রণা আর -
অশ্রাব্য মৃত্যুর নীরব দুঃস্বপ্ন।

ওরা স্তব্ধ হয়ে,
শেষ সময় পর্যন্ত হয়তো বা –
চেয়েছিল আমার মুখের দিকে !
সেই মুহূর্তে আমি আত্মসাৎ করেছি,
চিন্তার কোনো নতুন ককটেল

 

আমি বাঁচাতে চেয়েছিলাম,
বাঁচতে চাওয়া কবিতাদেরকে।
নতুন ভ্রূণ সৃষ্টির উন্মাদনায়;
কখন যেন হারানো আধখানা কবিতারা
পূর্ণতা পেয়েছে-
আমি বুঝতেই পারিনি।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

  • Niloy October 31, 2018 at 12:22 pm

    দারুন।

  • নতুন প্রকাশিত

    হোম
    শ্রেণী
    লিখুন
    প্রোফাইল